স্পোর্টস ডেস্ক :
লিওনেল মেসি এবং এনজো ফার্নান্দেজের করা গোলেই মেক্সিকোকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে টিকে রইলো আর্জেন্টিনা।
কাতারের লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১টায় খেলাটি অনুষ্ঠিত হবে।
খেলার প্রথম ৬০ মিনিটেও গোল পাচ্ছিল না আর্জেন্টিনা। ঠিক তখনই যেন আলোকবর্তিকা হয়ে আর্জেন্টিনার স্বপ্নের পারদে ঢেউ লাগান মেসি। এরপর মেসির বাড়ানো বলে বিশ্বকাপে নিজের প্রথম গোল করলেন বেনফিকার আর্জেন্টাইন মিডফিল্ডার রংধনু শটে অসাধারণ এক গোল করেন এনজো ফার্নান্দেজ। তার অসাধারণ গোলে আর্জেন্টিনা পায় ২-০ গোলের লিড।
ম্যাচের শেষে আর কোনো গোল না হওয়ায় আর্জেন্টিনা ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে। বিশ্বকাপের নকআউট রাউন্ডে যেতে আর্জেন্টিনাকে পরের ম্যাচে পোল্যান্ডের বিপক্ষেও জিততে হবে।
আর্জেন্টিনা বনাম মেক্সিকোর এই খেলা দেখতে রেকর্ড পরিমাণ দর্শক উপস্থিত ছিল। বিশ্বকাপ ইতিহাসের ২৮ বছরের মধ্যে সবচেয়ে বেশি দর্শক এই ম্যাচটি দেখেছে।