নুরুল ইসলাম
কাতারে চলছে বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপের এই আসরকে ঘিরে পৃথিবী জুড়ে বইছে বিভিন্ন দলের ভক্তদের উন্মাদনার ঝড়। এই উন্মাদনার বাইরে নেই দেশের শোবিজ তারকারাও। বিশ্বকাপ ফুটবল নিয়ে আজ আমরা কথা বলবো দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী লাবণ্য চৌধুরীর সাথে।
বিশ্বকাপে আপনার প্রিয় দল?
– আর্জেন্টিনা।
কেন প্রিয়?
– মেসির খেলা বেশ পছন্দ করি, তাই প্রিয়।
বিশ্বকাপ শিরোপা কার হাতে ওঠা উচিত বলে আপনি মনে করেন?
– এবারের বিশ্বকাপ শিরোপা অবশ্যই মেসির হাতে ওঠা উচিত।
আপনার পছন্দের দল চ্যাম্পিয়ান না হলে কোন দলের চ্যাম্পিয়ান হওয়ার সম্ভাবনা আছে বলে আপনি মনে করেন?
– ব্রাজিল বা ইংল্যান্ড।
শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করা অভিনেত্রী লাবণ্য চৌধুরী এখন বিজ্ঞাপণ, টেলিভিশন নাটক ও সিনেমায় ব্যস্ত সময় পার করছেন। গ্রামীণফোন, প্রাণ মামা ওয়েফার, ম্যাগী নুডুলস, ইস্পাহানি মিজার্পুর চা, ইউনিসেফের বাল্যবিয়ে নিয়ে করা বিজ্ঞাপণসহ বিভিন্ন টিভিসি ওভিসেতে কাজ করছেন তিনি। টেলিভিশন একক নাটক ও ধারাবাহিকেও কাজ করছেন লাবণ্য। কৃষ্ণপক্ষ ও দেবী সিনেমার পর ‘নকশি কাঁথার জমিন’, ‘প্রিয় সত্যজিৎ’ ও ‘মা’ সিনেমার কাজ শেষ করেছেন। তিনটি সিনেমাই আছে মুক্তির অপেক্ষায়। সম্প্রতি ‘শিরিনের একাত্তর যাত্রা’ ও ‘বঙ্গমাতা’ নামে দুটি সরকারী অনুদানের স্বল্পদৈর্ঘ্য সিনেমার কাজ শেষ করেছেন তিনি।