কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিষদ উপ-নিবার্চনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেনের শ্বশুর ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকারের (বীরবিক্রম) বড় ভাই মোঃ সোলায়মান আলী সরকার।
৪ অক্টোবর মঙ্গলবার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মোঃ সোলায়মান আলী সরকার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তার সঙ্গে আরও ৫ জন নৌকার দাবিদার থাকলেও দল মোঃ সোলায়মান আলী সরকারকে বেছে নেয়।
আরও পড়ুন : চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের নির্বাচন ২ নভেম্বর
উল্লেখ্য, গত ২৩ আগস্ট মুক্তিযুদ্ধের কিংবদন্তি শওকত আলী সরকার বীরবিক্রম মারা গেলে শুন্য হয় চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি। পরে এ উপজেলায় উপ-নিবার্চনের জন্য আগামী ২ নভেম্বর নিধার্রণ করে নিবার্চন কমিশন।
ভয়েসনিউজ/এনআই