ইন্টারন্যাশনাল ডেস্ক :
কাতার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে শান্তির বার্তা দেওয়ার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধ রাখলো না বিশ্ব ফুটবলের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
আজ ১৮ ডিসেম্বর রোববার বাংলাদেশ সময় রাত ৯টা কাতারের লুসাইল স্টেডিয়ামে ফ্রান্স বনাম আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হবে।
এই ম্যাচ শুরু আগে বিশ্ব শান্তির বার্তা দিতে চেয়েছিলেন ভলোদিমির জেলেনস্কি। সে জন্য তিনি ফিফার কাছে অনুরোধ করেন, কিন্তু ফিফা তা প্রত্যাখ্যান করেছে।
সিএনএনের ওই প্রতিবেদনে বলছে, জেলেনস্কি খেলার আগে কাতারের স্টেডিয়ামে ভক্তদের কাছে ভিডিওর মাধ্যমে একটি বার্তা দিতে চেয়েছিলেন, কিন্তু ফিফার কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া দেখে তিনি অবাক হয়েছেন।
অবশ্য সিএনএন জানিয়েছে, ইউক্রেন ও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির মধ্যে আলোচনা এখনও চলছে।