নিজস্ব প্রতিবেদক :
এবার ডিজিটাল বাংলাদেশ পুরস্কার প্রাপ্তিতে হ্যাট্রিক করলো ব্যবসায়ের ডিজিটাল রূপান্তরের অন্যতম বাণিজ্যিক সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ইক্যাব।
১২ ডিসেম্বর সোমবার প্রথমবারের মতো জাতীয়ভাবে উদযাপিত ষষ্ঠ ডিজিটাল বাংলাদেশ মেলায় ই-ক্যাবের অনন্য উদ্যোগ ‘ডিজিটাল পল্লী’- এর জন্য এই সম্মাননা পেলো সংগঠনটি।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন ই-ক্যাব সভাপতি শমী কায়সার। এসময় ই-ক্যাব সাধারণ সম্পাদক মোহাম্মাদ আব্দুল ওয়াহেদ তমাল উপস্থিত ছিলেন।
এরআগে, করোনাকালীন ডিজিটাল অর্থনীতি বিনির্মাণে অবদান রাখায় ২০২০ সালে এবং লকডাউনে অনলাইনে জমজমাট কোরবানির হাট ‘ডিজিটাল হাট’ উদ্যোগের জন্য ডিজিটাল বাংলাদেশ পুরস্কার জয় করেছিলো ই-ক্যাব।