আন্তর্জাতিক ডেস্ক :
তুরস্কের ইস্তাম্বুল শহরে বড় ধরনের বিস্ফোরণ ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ৬ জন নিহত এবং ৫৩ জন আহত হয়েছেন।
১৩ নভেম্বর রোববার স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটে ইস্তাম্বুলের ইস্তিকলাল অ্যাভিনিউ এলাকায় এ বিস্ফোরণ ঘটে।
এক টুইট বার্তায় বিষয়টি জানিয়েছেন ইস্তাম্বুলের গভর্নর আলি ইয়েরলিকায়া।
তুরস্কের ইস্তাম্বুলে বিস্ফোরণ-এর এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে মনে করেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়্যেপ এরদোয়ান।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে জানা গেছে, এ ঘটনায় একজন সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটল কিংবা এটি কোনো বোমা হামলা কি না- এসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি নিরাপত্তা বাহিনীর কাছ থেকে।
এর আগে ২০১৫ ও ২০১৭ সালে তুরস্কে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ২০১৫ সালের বিস্ফোরণের জন্য দায়ী ছিল আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এবং ২০১৭ সালের বিস্ফোরণ ঘটিয়েছিল তুরস্কের নিষিদ্ধঘোষিত রাজনৈতিক দল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)।
গত ৫ বছরে তুরস্কে বোমা বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি।