স্পোর্টস ডেস্ক :
ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নতুন করে টেস্ট দলে ডাক পেয়েছেন নাসুম আহমেদ। ইনজুরিতে ছিটকে গিয়েছেন এবাদত হোসেন। এছাড়া বাদ পড়েছেন এনামুল হক বিজয় ও শরিফুল ইসলাম।
আগামী ২২ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে রাজধানীর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে। আর এ উপলক্ষ্যে শেষ টেস্টের জন্য ১৫ সদস্যের দল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন করে টেস্ট দলে ডাক পেয়েছেন নাসুম আহমেদ। ইনজুরিতে ছিটকে গিয়েছেন এবাদত হোসেন।
প্রথম টেস্টে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৮৮ রানে হেরেছে বাংলাদেশ দল। তাতে দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে লোকেশ রাহুলের দল।
দ্বিতীয় টেস্টে বাংলাদেশের স্কোয়াড:
জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, নাসুম আহমেদ, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা।