আন্তর্জাতিক ডেস্ক :
পাকিস্তানের নতুন সেনাপ্রধান হলেন আসিম মুনীর। ২৪ নভেম্বর বৃহস্পতিবার নতুন সেনাপ্রধান হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম দ্য ডন।
গত কয়েক সপ্তাহের তীব্র জল্পনা-কল্পনা ও গুজবের পর দক্ষিণ এশিয়ার এই দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আসিম মুনীরকে সেনাবাহিনীর নতুন প্রধান (সিওএএস) হিসেবে বেছে নেন।
দেশটির তথ্যমন্ত্রী মরিয়াম আওরঙ্গজেব এক টুইটা বার্তায় এ তথ্য জানান।
চলতি মাসের শেষের দিকে অবসরে যাচ্ছেন বর্তমান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। তার স্থলাভিষিক্ত হবেন আসিম মুনীর।