রাঙ্গামাটি প্রতিনিধি :
অতিবৃষ্টিতে পাহাড় ধসে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ৫ অক্টোবর বুধবার রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার নন্দারাম নামক স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটে। ফলে মেঘের রাজ্যখ্যাত সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আটকা পড়েছে হাজারো পর্যটক।
বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার। তিনি জানিয়েছেন, সাজেক যাওয়ার পথে নন্দারাম নামক স্থানে পাহাড় ধসে পড়াতে আপাতত সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার রাতে ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে গেছে। খবর পাওয়ার কিছুক্ষণ পরেই সড়কের মাটি সরানোর জন্য ২০-ইসিবি কাজ শুরু করেছে।
তিনি বলেন, এ ঘটনায় সাজেকে প্রায় কয়েক হাজার পর্যটক আটকা পড়েছেন। ইতোমধ্যে সড়ক পরিষ্কারের কাজ শুরু হয়েছে। দুপুরের পরই যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি।
পাহাড় ধসের ঘটনায় হতাশা প্রকাশ করেছেন সাজেক কটেজ ব্যবসায়ীরা। সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ন দেব বর্মন বলেন, আজ সরকরি ছুটির দিনেই এমন ঘটনা ঘটল। এখন পর্যটকদের আসার সময়। আমাদের সাজেক এলাকায় প্রায় ছোট-বড় মিলে ২০০ এর মতো গাড়ি রয়েছে। গাড়িগুলো এখন আটকা আছে।
ইতোমধ্যে সেনাবাহিনীর একটি টিম রাস্তা থেকে মাটি সরানোর কাজ শুরু করেছে।
ভয়েসনিউজ/এনআই