স্পোর্টস ডেস্ক :
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ১৮৮ রানের বড় ব্যবধানে হারলো বাংলাদেশ। ১৮ ডিসেম্বর রোববার খেলার পঞ্চম দিনে অবশিষ্ট ৪ উইকেট হারিয়ে দলের সংগ্রহ দাঁড়ায় ৩২৪ রান।
এর আগে, ১৪ ডিসেম্বর বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুল।
প্রথম ইনিংসে ভারত করে ৪০৪ রান। জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে করে ১৫০ রান।
দ্বিতীয় ইনিংসে ২৫৮ রানে ইনিংস ঘোষণা করে। জয়ের লক্ষ্যে খেলতে নেমে চতুর্থদিন শেষে ৬ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ২৭২ রান।
পঞ্চম দিনে মাত্র ৫২ রান সংগ্রহ করতে সক্ষম হয় সাকিব আল হাসানরা। ফলে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০-তে এগিয়ে থাকলো সফরকারী দল।
ম্যাচ সেরা হয়েছেন ভারতের কুলদীপ যাদব।