বিনোদন ডেস্ক :
বলিউড সুপারস্টার সালমান খান অনেককেই এই রূপালি জগতে পা রাখতে শিখিয়েছে। আর তার হাত ধরেই অনেকে তৈরি করেছেন বলিউড ক্যারিয়ার। এবার নিজের বডিগার্ড শেরার ছেলেকে বলিউডে পা রাখানোর দায়িত্ব নিলেন সালমান। অনেক আগেই ভাইজান শেরাকে কথা দিয়েছিলেন তার ছেলে টাইগারকে বলিউডে নিয়ে আসবেন। এবার সেটাই করতে যাচ্ছেন। আপাতত সিনেমার পরিচালক ও নায়িকার খোঁজে রয়েছেন এই বলিউড সুপারস্টার।
ইতিমধ্যেই সতীশ কৌশিকের সঙ্গে সালমান এই বিষয়ে যোগাযোগও করেছেন বলে খবর। একাধিক নায়িকার সাথেও যোগাযোগ করেছেন সাল্লু ভাই। সব ঠিক থাকলে ২০২৩ সালেই তাদেরকে সিনেমাতে দেখা যাবে।
টাইগারকে বলিউডে নিয়ে আসা প্রসঙ্গে ২০১৯ সালে সালমান খান বলেছিলেন, ‘শেরার ছেলে টাইগারের গ্রুমিং চলছে আপাতত। একাধিক প্রযোজক ওর ব্যাপারে ভাবছে। শেরা যদিও মনে করে ওর ছেলের জন্য স্ক্রিপ্ট বাছতে সেরা বিচারক আমিই হব। তাই আপাতত সেই কাজটা করছি। এখনও ভালো কিছু খুঁজে পাওয়া বাকি।’