নিউজ ডেস্ক :
বিশ্বের সবচেয়ে নিরাপদ এবং সবুজ পোশাক কারখানার দেশের মর্যাদা পেলো বাংলাদেশ। ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার (আইটিএস) তাদের সর্বশেষ প্রকাশনায় এই স্বীকৃতি প্রদান করেছে। পাশাপাশি ‘ইফেকটিভ ম্যানেজমেন্ট অব ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন’ ক্যাটাগরিতে সেরা হিসেবে পোশাক উৎপাদন ও রফতানিকারক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-কে মনোনীত করা হয়েছে।
ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের মতে, রফতানিমুখী তৈরি পোশাক উৎপাদনের নিরাপদ কর্মপরিবেশ হিসেবে অনেক ভালো অনুশীলন আছে বাংলাদেশে।
এদিকে কীভাবে বাংলাদেশের পোশাক খাত নিরাপদ এবং সবুজ কারখানার দেশে পরিণত হল তা বিশ্ববাসীকে জানাতে চায় আইটিএস। সংস্থাটির আয়োজনে আগামী ১৩ অক্টোবর অনুষ্ঠেয় এক ওয়েবিনারে বিষয়টি তুলে ধরতে বিজিএমইএর সভাপতি ফারুক হাসানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এতে পোশাক খাতের ভালো অনুশীলন এবং বিজিএমইএর পক্ষ থেকে নেওয়া বিভিন্ন সময়ের পদক্ষেপের বিস্তারিত তুলে ধরবেন তিনি।
বিশ্বের সবচেয়ে বেশি সবুজ পোশাক কারখানা বাংলাদেশে অবস্থিত। বর্তমানে এর সংখ্যা ১৭৩টিতে দাঁড়িয়েছে।
সবুজ কারখানার তালিকায় বাংলাদেশের পরের অবস্থানে রয়েছে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ’র পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ভয়েসনিউজ/এনআই