স্পোর্টস ডেস্ক :
ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। ৮ ডিসেম্বর বৃহস্পতিবার ১৭ সদ্যের এই দল ঘোষণা করা হয়।
দলে নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছে জাকির হাসান। পাশাপাশি দলে ফিরেছেন সাবেক অধিনায়ক মুমিনুল হক।
এদিকে ইনজুরির কারণে ওয়ানডের পর এবার টেস্ট দলেও নেই তামিম ইকবাল। ভারতের বিপক্ষে এ টেস্টের দলে নেই অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমানও।
আগামী ১৪ ডিসেম্বর চট্টগ্রামে ভারতের সঙ্গে প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে।
বাংলাদেশ টেস্ট দল
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, জাকির হাসান, রেজাউর রহমান রাজা ও এনামুল হক বিজয়।