নিউজ ডেস্ক:
যুবলীগের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সমাবেশে যোগ দিতে এসে জিন্নাত আলী হারুন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ নভেম্বর) নিজ এলাকা থেকে সমাবেশে এসে যোগ দেন তিনি।
প্রচণ্ড রোদের মধ্যে গরমে অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
জিন্নাত আলী হারুন রাজশাহীর মোহনপুর থানার বাকশীমইল ইউনিয়নের যুবলীগের সভাপতি ছিলেন বলে জানা গেছে।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাসুদ বিষয়টি নিশ্চিত করে জানান, ‘মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে রাখা আছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে।’
ভয়েসনিউজ/এনএন