আন্তর্জাতিক ডেস্ক :
এবার শান্তিতে নোবেল পুরস্কার পেলেন বেলারুশের মানবাধিকার বিষয়ক আইনজীবী আলেস বিলিয়াতস্কি, রাশিয়ান মানবাধিকার সংস্থা মেমোরিয়াল ও ইউক্রেনীয় মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজ।
৭ অক্টোবর শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় বিজয়ীদের নাম ঘোষণা করে নোবেল কমিটি।
বিবিসি জানিয়েছে, নোবেল কমিটির চেয়ারম্যান বলেছেন- শান্তিতে নোবেল বিজয়ীরা শান্তি ও গণতন্ত্রের জন্য নাগরিক সমাজের জন্য তাৎপর্যপূর্ণ কাজ করে দেখিয়েছেন।
বিজয়ীদের বিষয়ে নোবেল কমিটি বলেছে, পুরস্কার বিজয়ীরা তাদের নিজ নিজ দেশে সুশীল সমাজের প্রতিনিধিত্ব করেন। তারা বহু বছর ধরে ক্ষমতাসীনদের সমালোচনা করার অধিকার ও নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিতের বিষয়ে প্রচারণা চালিয়েছেন।
ভয়েসনিউজ/এনআই