নিজস্ব প্রতিবেদক :
ঢাকায় বিএনপির বিভাগীয় সম্মেলনস্থল নিয়ে জটিলতা নিরাসনে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সঙ্গে সাক্ষাৎ করতে পুলিশ সদর দপ্তরে গিয়েছে বিএনপির একটি প্রতিনিধি দল।
১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে পুলিশ সদর দপ্তরে প্রবেশ করেন ৪ সদস্যের প্রতিনিধি দলটি।
এতে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। সাথে আছেন- দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এবং আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশস্থলের জটিলতা নিয়ে আলোচনার পাশাপাশি তারা বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার ও মামলার বিষয়ে আলাপ করবেন।
এর আগে, মঙ্গলবার শর্তসাপেক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ।
কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়, তারা নয়াপল্টনে সমাবেশ করার জন্য অনুমতি চেয়েছিলো, সোহরাওয়ার্দী উদ্যানে নয়।