স্পোর্টস ডেস্ক :
হার দিয়ে শুরু হলো বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ। ৭ সেপ্টেম্বর শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হাগলি ওভালে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটা ২১ রানে হেরেছে টাইগাররা।
পাকিস্তানের ১৬৭ রানের জবাবে খেলতে নেবে ২০ ওভাবে ৮ উইকেটে ১৪৬ রান করতে সক্ষম হয় বাংলাদেশ।
এই ম্যাচে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে পায়নি বাংলাদেশ। ভারপ্রাপ্ত অধিনায়ক নুরুল হাসান টস জিতে নিয়েছিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।
ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ রিজওয়ানের ৭৮, শান মাসুদের ৩১ ও বাবর আজমের ২২ রানের উপর ভর করে ৫ উইকেটে ১৬৭ রান করে পাকিস্তান। তাসকিন ২ ও মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ ১ করে উইকেট পান।
এদিকে ১৬৮ রানের লক্ষে খেলতে নেমে ইয়াসিন আলী ৪২, লিটন দাস ৩৫ ও আফিফ হোসেনের ২৫ রানের সুবাদে ১৪৬ রান করে নুরুল হাসানের দল।
ভয়েসনিউজ/এনআই